প্রভাত সঙ্গীত
২৭৮
তোমাকে সঁপেছি গো পরাণ
তুমি কি চাহিবে ফিরে
(আমার) সব আশা ভালবাসা
ভরে আজি তোমায় ঘিরে
তব পদধ্বনি লাগি
দিবানিশি আছি জাগি
নব নব মালা গাঁথি
ভিজায়েছি আঁখিনীরে
পূর্বাকাশে আলো ভাসে
মৃদু হাসি সে যে হাসে
সে হাসিটি তব প্রভু
রঙে রূপে আছে ভরে
We use cookies to give you the best experience.