প্রভাত সঙ্গীত

২৭৯


তোমায় কী নামে ডাকিবো গো 

কী বা হবে তব অর্চনা 

কোন্ প্রয়োজন কুসুম-চন্দন 

সবই যবে তব কল্পনা


লোকাতীত তুমি সবার উপরে 

সকল সত্তা তোমারই ভিতরে

কোন্ উপচারে পূজিব তোমারে 

কোন্ মন্দিরে করিবো স্থাপনা


আছো চরাচরে অনলে অনিলে 

আকাশে পাতালে দূর নভোনীলে 

নাহি আবাহন নাহি বিসর্জন 

মন্ত্র তোমায় বাঁধিতে পারে না