প্রভাত সঙ্গীত

২৮৩


এলাম এসে কাজ করিলাম 

এখন ফিরিয়া যাবার পালা

ফুলের সাজিটি ভরিয়া নিলাম 

গাঁথিয়া দিলাম মালা


নিলাম যা কিছু তার তুলনায় 

দিলাম অনেক কম

নিলাম যা কিছু রঙে রূপেতে 

গন্ধে অনুপম


যারা ভালোবেসেছিলো তাদের লাগিয়া 

অশ্রুভেজা এ মালা


চলে যেতে হলো কর্মের টানে 

স্মৃতিখানি মোর রয়ে গেলো প্রাণে

এ মধুর স্মৃতি এ অমর গীতি 

কখনো কি যায় ভোলা