প্রভাত সঙ্গীত
২৮৪
এসো ফিরে আবার ফিরে
মোদের মনকে ভরিয়ে দিয়ে
প্রাণের প্রদীপ জ্বালিয়ে দিয়ে
ফুলের শোভায় পথ সাজিয়ে
তোমার আসার অপেক্ষাতে
রইবো বসে আজি হতে
গুণবো যে কাল পলে পলে
(আবার) গাইবো কবে তোমায় নিয়ে
এই সুখের স্মৃতি মানসপটে
রইবে সদাই ঝলমলিয়ে