প্রভাত সঙ্গীত

২৮৫


(তুমি) মনের কমল মনে ফুটে থাকো 

মননের মাঝে গাও

(তুমি) দিবসে নিশীথে সদা জেগে থাকো 

হাসিতে ভরিয়া রও


(মোর) মানস দ্রাক্ষাকুঞ্জে 

অলি গুঞ্জরে পুঞ্জে পুঞ্জে 

তব মধু আশে তারা সব আসে 

তুমি যে তৃষা মিটাও


প্রাণের পিপাসা মিটে গেছে আজ 

ভালবাসা পেলো মোহন সাজ 

সকল আকুতি তোমাতে মিলালো 

প্রাণকে তুমি যে ভরে দাও