প্রভাত সঙ্গীত

২৮৭


চাঁদ ওই আকাশে ভালবাসা বাতাসে

কে গো তুমি মোর পানে নেচে আসো

ভাসাইয়া দিয়া হিয়া কানন সৌরভে

কে গো তুমি মোর পানে চেয়ে হাসো


ঝর্ণা ধারা আজ সঙ্গীতে মেতেছে

চাঁদের মিষ্টি হাসি তার পরে পড়েছে

এই স্বপ্নিল পরিবেশে কে গো তুমি নব বেশে

সবাইকে এত বেশি ভালবাস


চাঁদের আলোর বান বাঁধ ভেঙ্গে দিয়েছে 

রজনীগন্ধা বন কী আবেশে মেতেছে

আজ আনন্দ উপচিয়া উদ্বেল করি হিয়া

কে গো তুমি সুধারসে সদা ভাসো