প্রভাত সঙ্গীত
২৮৮
কত কাল পরে পেয়েছি তোমারে
কত জনমের প্রতীক্ষায়
যুগ যুগ ধরি আসা পথ চাহি
বসে ছিনু তব অপেক্ষায়
ভুলে গিয়ে ছিলে ডাকিছে তোমারে
একজন ধ্যানে জপে বারে বারে
মনেতে যখন পড়িল তখন
(তুমি) নেচে ছুটে এলে রাতুল পায়
সাধনার বলে পাই নি তোমারে
অহেতুকী কৃপা করিয়াছো মোরে
তোমার কৃপায় তোমারে পেয়েছি
(তুমি) পূর্ণতা দিলে মোর আশায়