প্রভাত সঙ্গীত
২৮৯
আমার জীবনে তুমি এসেছিলে
নয়নে গো নয়নে
ফুলের সুবাসে স্নিগ্ধ বাতাসে
ধীরে ধীরে ফেলা চরণে
চরণে গো চরণে
(মোর) কিছুই ছিলো না তবু এসেছিলে
শুষ্ক মরু-হিয়া সিক্ত করেছিলে
সকল সম্পদ উজাড়ি দিয়েছিলে
অহেতুকী কৃপা বর্ষণে
বর্ষণে গো বর্ষণে
তোমারই সম্পদে মেতে অহঙ্কারে
তোমারেই ফেলে দিয়েছিনু দূরে
(আজ) রিক্ততা মাঝে পুনঃ তুমি এলে
অশ্রু ভেজা হিয়া স্মরণে
স্মরণে গো স্মরণে