প্রভাত সঙ্গীত
২৯০
তব চেতনায় সবাই জেগেছে
তোমারই আবেশে ধরা ভরা
ধরা ভরা
তব সঙ্গীতে সবাই মেতেছে
তব সুরে লয়ে মাতোয়ারা
তোমার পরশ জীয়ন কাঠি গো
(তুমি) সৃষ্টির আদি-শেষ কথা
তোমার হরষ সবাকার মনে
ভুলাইয়া দেয় সব ব্যথা
তুমি আছো তাই জগৎ আছে গো
(তুমি) সীমার ঊর্ধ্বে সীমাহারা
স্রোতের ফুলের মতই এসেছি
তোমারই জোয়ারে ভাসিয়া চলেছি
আমার সত্তা বাহিরে ভিতরে
তোমাতেই হয় আমি-হারা