প্রভাত সঙ্গীত
২৯১
অজানা অতিথি জানিতে নারিনু
(তুমি) কেন এলে আর কেন গেলে
গন্ধমদির স্বপ্নের ঘোরে
মমতামধুর লীলা ছলে
মোহন হাস্যে উদ্বেল করি
মধুর লাস্যে সারা প্রাণ ভরি
উচাটন হিয়া তোমারে পাইয়া
(সে যে) কোন্ অজানায় ভেসে চলে
তোমার লীলার শেষ নাহি জানি
লীলাময় তুমি তাহাও তো মানি
লীলার সাগরে বহাইয়া দাও
মোর তনু মন প্রতি পলে