প্রভাত সঙ্গীত

২৯২


কাল রাত্রিতে ঝড় বয়ে গেছে 

রজনীগন্ধা বনে

তারই সাথে মোর মনে

তুমি আসিলে না ফিরে চাহিলে না 

রয়ে গেলে আনমনে


ঝড়ের আঘাতে কুসুমের কলি 

অকালে ঝরিয়া যায়

ফোটা ফুল তার সুবাসের সাথে 

জ্যোৎস্নায় ভেসে যায়

তুমি আসিলে না হায়

আমারে ভুলিয়া কার ভাবনায় 

ছিলে তুমি কোন্খানে


ঝড়ের আঘাতে মনোবীণা মোর 

তার-ছেঁড়া হয়ে যায়

সব ঝঙ্কার কোথায় হারায়ে যায়

তুমি আসিলে না হায়

আমারে ভুলিয়া কোন্ অজানায় 

ছিলে তুমি নিরজনে