প্রভাত সঙ্গীত
২৯৩
তোমাকেই আমি ভালোবাসিয়াছি
যুগে যুগে বারে বারে
না জানিয়া ভালোবাসিয়াছি
জানিতে কে বা চাহে আর
যাহার দ্যুতিতে ভুবন ভেসে চলে
যাহার জ্যোতিতে সবাই ঝলমলে
তাহাকে জানিতে বুঝিতে পারিতে
বুদ্ধি কী বা আছে কার
যাহার সংবেগে সবাই ছুটে চলে
যাহার আবেগে সবাই প্রাণ ঢালে
তাহাকে মনোমাঝে মোহন মধুসাজে
সবে চাহে অনিবার