প্রভাত সঙ্গীত

২৯৪


তুমি এসেছিলে মনের কমলে 

শতধারে তুলে আলোরই বান 

হিয়ার মঞ্জিলে জাগায়ে তুলিলে 

অভিনব তালে নব তুফান


যেওনা যেওনা 

থাকো কাছে কাছে 

যেমনটি আছো ছন্দে ও নাচে

তোমারে হেরিয়া উদ্বেল হিয়া 

সুরের লহরীতে পেয়েছে তান


হারাই হারাই 

সদা ভয় পাই 

হারালে শাহানশাহ্ শিরে তাজ নাই

নীরবে নিভৃতে থাকো সাথে সাথে 

তোমাকে প্রাণভরে শোনাবো গান