প্রভাত সঙ্গীত

২৯৫


এসো এসো বন্ধু মম 

যুগ যুগ বর্ষ পরে 

কী করে ভুলিয়া ছিলে 

কেন ছিলে বলো মোরে


চলে গেছে কত তিথি 

সুরহারা কত গীতি

এত দিনে কৃপা হলো 

সুধাধারায় আশিস ঝরে


কত ঋতুর পরিক্রমা 

জীবনধারার ওঠা-নামা

কত কিছুর আনাগোনা 

ঘটে গেছে আমায় ঘিরে