প্রভাত সঙ্গীত
২৯৬
(প্রভু) তোমার পরশ
(মোর চেতনায়) জোয়ার আনিয়া দিয়েছে
তোমার হরষ বিশ্বভূবনে
দ্যুলোকের দ্যুতি এনেছে
মহানভোনীলে যখন যেদিকে চাই
স্নিগ্ধ বাতাসে মনোমধুমাসে
তুমি ছাড়া কিছু নাই
(আজ) যাহা চেয়েছিনু যাহা চাহি নাই
সবাই তোমাতে মিলেছে
(আমি) হিয়ার গোপনে গহন কাননে
যা কিছু ঢাকিয়া রেখেছিনু
তব অনুরাগে তব নব রাগে
তাহাই বিশ্বে ঢেলে দিনু
(আজ) সব বিনিময়ে তোমারে পেয়েছি
তোমারেই সার বুঝেছি