প্রভাত সঙ্গীত

২৯৮


এসেছিলে প্রভু মেঘ গর্জনে 

ঘনঘোর বরষায়

আতপক্লিষ্ট ধরা পেলো আজি 

তোমাকে নূতন ভরসায়


(মোর) মনের কলাপগুলি 

শত তালে নেচে যায়

ভাষাহারা সংলাপ ভাষা পেয়ে

অসীমের পানে ধায়

(আজ) তোমাকে পাইয়া হিয়া উপচিয়া

(দশ) দিশা দোলে দ্যোতনায়


আজ মোর করিবার কিছু নাই

তন্ময় হয়ে তব রূপ দেখে যাই

ত্রিলোকের ক্ষুধা 

ত্রিবিদ্যের সুধা

এক হয়ে মিশে যায়