৩০০১-৩২৫০
৩০০১ গানের মালা যেন শুকাইয়া না যায়
৩০০২ চিরকালের বন্ধু
৩০০৩ আম্রবনের মধু ঝরে' যায়
৩০০৪ তাল-তমালীর বনের মাঝে
৩০০৫ অসীমের মাঝে সীমা নিহিত আছে
৩০০৬ তোমারই কথা ভেবে' মার্মিক অনুভবে
৩০০৭ কে যেন আসিয়া মর্মে পাশিয়া
৩০০৮ মায়ালোকে এসো অজানা পথিক
৩০০৯ বেণুবনে নূপুর পায়
৩০১০ গান গেয়ে গেছি
৩০১১ (ছিলো না) ছিলো না কিছুই যখন
৩০১২ নন্দনমধু সাথে কে গো এলে
৩০১৩ আঁখির বাদল মুছেছে কাজল
৩০১৪ আসোনি সুখের দিনে
৩০১৫ আমার দিন চলে' যায়
৩০১৬ জীবনের উৎস হতে
৩০১৭ আসো না কথা বলো না
৩০১৮ জীবনের প্রথম দিনে
৩০১৯ অঙ্গনে মোর নাহি এলে যদি
৩০২০ মারব পথে স্মিত ঝরনা
৩০২১ আকাশে বাতাসে মহিমা
৩০২২ (কিছু না জানিয়ে) সে এসেছিলো
৩০২৩ এসো এসো প্রিয় মম
৩০২৪ আসিবে বলে' গেলে
৩০২৫ এই ঘন মেঘদলে এলে
৩০২৬ শরৎ আকাশে (এই)
৩০২৭ তুমি যদি না এলে
৩০২৮ প্রিয় আমার বন্ধু আমার
৩০২৯ কোন সে অজানা পথিক এলো
৩০৩০ কোন সে সুদূরে থাকো তুমি
৩০৩১ মেঘের পরে রোদ উঠেছে
৩০৩২ কত ভাবে মোরে ভালবাসিয়াছো
৩০৩৩ অমানিশার অবসানে
৩০৩৪ ভূলোকে দ্যুলোকে তোমার পুলকে
৩০৩৫ দূরের পরী সুরের তরী
৩০৩৬ (এসো প্রভু) এসো মোর মনে গোপনে
৩০৩৭ গানের মালিকা গেঁথে' যাই
৩০৩৮ থেকো সঙ্গে প্রতিক্ষণে
৩০৩৯ তুমি যদি ভালবাসো
৩০৪০ আলোকে আসোনিকো
৩০৪১ তোমায় পেলুম মনের মাঝে
৩০৪২ অন্ধকার ঘরে মোর
৩০৪৩ কিসেরই পুলকে সবারই অলখে
৩০৪৪ তোমাকে দেখিনি বুঝিতে পারিনি
৩০৪৫ আমাকে ফেলে' রেখে' একলা পথে
৩০৪৬ তোমায় আমি ভালবাসিনি
৩০৪৭ তোমায় চেয়েছি আমি গোপনে
৩০৪৮ ফুটেছে আজিকে কত না ফুল
৩০৪৯ ফুলের বনে আনমনে
৩০৫০ ফাগুন এসেছিল
৩০৫১ গানে তুমি এসেছো
৩০৫২ তুমি এসেছো আলো এনেছো
৩০৫৩ ফুলের মালিকা শুকাইয়া গেছে
৩০৫৪ সবার তুমি বরণীয়
৩০৫৫ অজানা পথিক এক এসেছিলো
৩০৫৬ মনের ময়ূর (উড়ে' যায়)
৩০৫৭ আঁধারে তুমি এলে
৩০৫৮ যে গান তুমি গেয়ে গেলে
৩০৫৯ তোমারে চেয়েছি মোর কাছে কাছে
৩০৬০ তোমায় আমি চেয়ে গেছি
৩০৬১ জেগে' বসেছিলুম
৩০৬২ কাল কত রাতে (কুবলয় হাতে)
৩০৬৩ তুমি এসেছিলে এসেছিলে এসেছিলে
৩০৬৪ যে বহ্নিশলাকা জ্বালালে
৩০৬৫ গানেরই সুর ভেসে' এলো
৩০৬৬ আকাশ শোনায় গান ছন্দে সুরে
৩০৬৭ চেয়েছি আমি (তোমারে শুধু)
৩০৬৮ এই ঘন নভ নীলে এলে
৩০৬৯ জ্যোৎস্না দিলে ফুল ফোটালে
৩০৭০ (তুমি) কী সুরে গান শোনালে
৩০৭১ কত কাছে ছিলো সে যে
৩০৭২ পথ বেছেছি তোমার আমি
৩০৭৩ তব করুণায় পাওয়া যায়
৩০৭৪ তুমি যদি নাহি এলে
৩০৭৫ (তুমি) যে ভালবাসা ঢালিয়া দিয়াছো
৩০৭৬ কাল সন্ধ্যায় প্রথম তোমায়
৩০৭৭ তোমারে ভাবিয়া চলি রাতি দিন
৩০৭৮ যে পথ ধরিয়া চলিয়াছিলো প্রভু
৩০৭৯ শারদ প্রাতে ঝরা শেফালীতে
৩০৮০ হেমন্তে ঝরা শিশিরবিন্দুতে
৩০৮১ এই সুরভিত চন্দন বনে
৩০৮২ মননের কোণে এলো কার সে আলো
৩০৮৩ স্বর্ণ শতদল পুলকে ঝলমল
৩০৮৪ কত যুগ পরে এলে
৩০৮৫ (তুমি) সর্ববিপদভঞ্জন
৩০৮৬ মনের ময়ূর মেলেছে কলাপ
৩০৮৭ আকাশ ডাকিয়া যায়
৩০৮৮ জীবনবেলায় আলোর মেলায়
৩০৮৯ মেঘের 'পরে মেঘ জমেছে
৩০৯০ এ মধু জ্যোৎস্নায় আলোয় ভেসে' যায়
৩০৯১ সুখে এলে নাকো
৩০৯২ আমার ঘরে তোমার আলোর নিমন্ত্রণ
৩০৯৩ তোমার মনের আঙ্গিনাতে
৩০৯৪ বিশ্বমানসে দোলা দিলে
৩০৯৫ নিস্তব্ধ ছিল মহাকাশ
৩০৯৬ অন্ধকারের মাঝে আলো এলো
৩০৯৭ আজিকে প্রাতে আশাভরা আলোতে
৩০৯৮ এই চঞ্চল পবনে লীলায়িত
৩০৯৯ মনের গোপাল মনেতে রয়েছো
৩১০০ তোমারই তরে প্রভু
৩১০১ (বাঁশী) বাজিয়া উঠিল যমুনায়
৩১০২ অমন করিয়া ডেকে' চলো (কেন)
৩১০৩ আমার কানু যায়
৩১০৪ অলকের আনন্দ তুমি
৩১০৫ মোর মধুমাস চলে' যায়
৩১০৬ তুমি দূর নভোনীলে ধ্রুবতারা
৩১০৭ তোমারে দেখেছি আমি
৩১০৮ আমার এ মনোবীণায়
৩১০৯ ডেকেছি যুগে যুগে
৩১১০ বসন্তেরই মঞ্জরি
৩১১১ (এই) তন্দ্রাজড়িমা-মাখা জ্যোৎস্নায়
৩১১২ মোর উদ্বেল হৃদয়ে এলে
৩১১৩ গানের সুরে অনেক দূরে
৩১১৪ তোমায় ডাকি দিনে রাতে
৩১১৫ ডাক দিয়ে যাই
৩১১৬ আকাশে বাতাসে মাধুরী ঢেলে'
৩১১৭ আকাশের নীলে মলয়ানিলে
৩১১৮ তুমি যখন প্রথম এলে
৩১১৯ নিঃশব্দ ছিলো ত্রিভুবন
৩১২০ কে গো গান শোনালে আমায়
৩১২১ নন্দিত তুমি সব মনে প্রাণে প্রভু
৩১২২ গানে গানে এসেছিলে
৩১২৩ তোমার পথে কবে হতে
৩১২৪ গানের রাজা তুমি প্রাণে এলে
৩১২৫ তন্দ্রা আঁকা ছিল আঁখিপাতে
৩১২৬ (তুমি) দূরে থেকো না
৩১২৭ আকাশে দীপকে এ কার্ত্তিকে
৩১২৮ মনের এ মধুবনে
৩১২৯ আমি তাই ভেবেছি তাই ভেবেছি
৩১৩০ তুমি আঁধার নিশায় ধ্রুবতারা
৩১৩১ গানেরই মাঝারে পেয়েছি তোমারে
৩১৩২ আমার আমি ভেসে' গেছে
৩১৩৩ আমাকে তুমি ভোলোনিকো
৩১৩৪ মৃগনয়না মোরে বলো না
৩১৩৫ যখন কেউ চাহে নাই
৩১৩৬ তোমারই আসারই আশে
৩১৩৭ সরিতার ধারা বহে' যায়
৩১৩৮ না জানিয়া ভালো বেসেছি
৩১৩৯ যদি না আসিবে তবে কেন
৩১৪০ অতনু রাগে অনুরাগে
৩১৪১ গানের মালা তোমার গলে
৩১৪২ ছলছল চোখে আমি
৩১৪৩ ছাপিয়ে কাজল আঁখিতে ছিলো জল
৩১৪৪ কখনো তুমি হারাও না প্রভু
৩১৪৫ গানের তরী ভেসে' যায়
৩১৪৬ যে অগ্নিস্ফুলিঙ্গ ধরায় ছড়ালে
৩১৪৭ যে কমল ফুটেছিল সরোবরে উচ্ছল
৩১৪৮ শব্দ-স্পর্শ-রূপ-রসে ভরে' আছো
৩১৪৯ আকাশে শূন্যে ভেসে'
৩১৫০ (তুমি) চরাচরের প্রিয়
৩১৫১ শুকনো পাতারা ক্রমে ঝরে' যায়
৩১৫২ কোথা' হতে আসি কোথা' যাই ভাসি'
৩১৫৩ অচিন দেশে ভাবে ভেসে'
৩১৫৪ মনকে নিয়ে একি লীলা
৩১৫৫ আমি তোমায় নাহি জানি
৩১৫৬ তুমি মহেশ তুমি মহেশ
৩১৫৭ নীলাকাশের অচিন দেশে
৩১৫৮ আকাশে কালো মেঘ ভেসে' যায়
৩১৫৯ তুমি মুকুলের লুকোনো মধু
৩১৬০ কেন এলো সে যে কেন গেলো (আজ)
৩১৬১ ভুলো না প্রভু
৩১৬২ পথপানে চেয়ে থাকি
৩১৬৩ বরষা রাতে এই বরষা রাতে আঁধার ধরাতে
৩১৬৪ তুমি কত লীলা করে' যাও
৩১৬৫ তোমার তরে মালা গাঁথা
৩১৬৬ তোমাকে চেয়েছি কেন নাহি জানি
৩১৬৭ তোমাকে ঘিরিয়া নাচিছে বিশ্ব
৩১৬৮ নীরবতাতে আসোনিকো
৩১৬৯ যে আলো তুমি ঝরালে
৩১৭০ তুমি এসেছো প্রাণ ঢেলেছো
৩১৭১ তন্দ্রা যখন চোখে নেবে' এলো
৩১৭২ আমার ভুবন হারিয়ে গেছে
৩১৭৩ অজানা পথিক আজিকে এলো
৩১৭৪ মায়া ছড়িয়ে দিলে আকাশে (একি)
৩১৭৫ তোমাকে কাছে টানি
৩১৭৬ আমি গোলাপের বুকে সুরভি ভরিয়া যাই
৩১৭৭ দোলা দিয়ে কে গো চলে যায় (আমায়)
৩১৭৮ ভালবাসার আলোর রথে
৩১৭৯ বিরাট তুমি অণু আমি
৩১৮০ তুমি এসেছিলে আলো ঢেলেছিলে
৩১৮১ গানের মালা গাঁথিয়াছি
৩১৮২ পথপানে চেয়ে বসিয়া আছি
৩১৮৩ এ ধূলির ধরণীতে
৩১৮৪ ডেকে যাই সাড়া নাহি পাই
৩১৮৫ ভালবাসিয়াছি তোমারে চেয়েছি
৩১৮৬ নৃত্যের তালে তালে মর্মের উপকূলে
৩১৮৭ তীর্থপতি তুমি ভরে' আছো মনোভূমি
৩১৮৮ তুমি ভেসে' চল প্রিয় কোন্ সে দেশে
৩১৮৯ যে গান ছিলো মনে গাওয়া
৩১৯০ তুমি এসো তুমি এসো আমার ঘরে
৩১৯১ কমল কলি নীরব কেন
৩১৯২ তোমারই দেওয়া সুরে তোমারই ভাষা ভরে'
৩১৯৩ চরণ ধরিয়া বিনতি করি
৩১৯৪ মধুর তোমার লাগি'
৩১৯৫ মনের গোপাল মনেতে রয়েছো
৩১৯৬ ব্রজের গোপাল হারিয়ে গেছে
৩১৯৭ চিতনন্দন মনোরঞ্জন
৩১৯৮ মধুর তোমার পরশ লাগি'
৩১৯৯ ঝড়ের রাতে আঁধারেতে
৩২০০ মনের গভীরে চুপিসারে
৩২০১ তোমারে চেয়েছি আমি একান্তে বিজনে
৩২০২ ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে
৩২০৩ যুগে যুগে আমি চাহিয়া গেছি
৩২০৪ কালো জলধির বেলাতে বসে'
৩২০৫ আসা আর যাওয়া চাওয়া আর পাওয়া
৩২০৬ তোমায় আমি বুঝি প্রিয় অখণ্ড জীবনে
৩২০৭ তোমায় আমি নাহি জানি
৩২০৮ যদিও নাহি এলে কথা নাহি রাখিলে
৩২০৯ তুমি যে আমার প্রাণেরই প্রিয়তম
৩২১০ আশার আকাশে তুমি আসো
৩২১১ ঝঞ্ঝাবাতে শ্রাবণ রাতে
৩২১২ স্বপনে পেয়েছি ভেবে দেখেছি
৩২১৩ মনের মাঝারে তুমি কে
৩২১৪ আজি প্রভাতে ছন্দদে গীতে
৩২১৫ তোমারে চেয়েছি
৩২১৬ কখন সহসা তুমি এলে
৩২১৭ পথ চেয়ে আছি
৩২১৮ ভালবাসো কি না জানি না
৩২১৯ নয়নে কেন কে জানে আজি নেবেছে
৩২২০ (তুমি) মধু প্রভাতে এসেছো
৩২২১ তুমি কার টানে এলে কেন এলে
৩২২২ চেয়ে দেখো ওগো প্রভু
৩২২৩ তোমারই গুণেতে মুগ্ধ ধরা
৩২২৪ যেও না (রাখো মোর কথা)
৩২২৫ যখনই ভাবি (কিছু চিনি বুঝি)
৩২২৬ পথ চেয়ে বসে (ছিনু যুগ ধরে)
৩২২৭ তুমি এসেছিলে (এসেছিলে)
৩২২৮ (ছেয়ে) নবঘন নীল গগনে
৩২২৯ বাঁশরী ধ্বনি তোমারই
৩২৩০ সাগর যেথায় দূর নীলিমায়
৩২৩১ তুমি প্রভু আমার জানি
৩২৩২ তোমাকে চেনা হ'ল দায়
৩২৩৩ এসেছো আমার ঘরে
৩২৩৪ কার তরে তুমি মালা গাঁথিয়াছো
৩২৩৫ নিঃসঙ্গ ফুল কয়
৩২৩৬ যে ভালো বেসেছো তুমি
৩২৩৭ আমার মনের উদ্বেলতায়
৩২৩৮ তোমাকে চাই আমি জীবনে
৩২৩৯ আমি তোমায় ভালবাসি
৩২৪০ আমার এ গানের তরী
৩২৪১ আমি তোমায় চেয়েছি
৩২৪২ কিংশুক বনে আজি নিরজনে
৩২৪৩ তোমার আলোকে ভুবন ভরেছে
৩২৪৪ তোমার মনের ছোট্ট কোণে
৩২৪৫ চিনিতে গিয়ে তোমারে
৩২৪৬ শঙ্কর হরহর মহাদেব
৩২৪৭ জ্যোৎস্না-মধুর চকোর বিধুর
৩২৪৮ চাঁদের দেশের পরী এসে'
৩২৪৯ আকাশে বাতাসে তোমার মাধুরী
৩২৫০ তোমাকে পেয়েছি মনেরই নীপে আমি