প্রভাত সঙ্গীত
৩০১
আসবে বলে গেছ যে চলে
কেন এলে না বলো আমায়
(ধরার ধুলায়) মিশে গেছে হায়
ফুলের পাপড়িগুলি গাঁথা মালায়
(ওগো অকরুণ) এ কী লীলা তব
ভালবাসার ছলে লীলা অভিনব
চলে গেছো যবে কেন আছো তবে
জেগে আমার মনে দিবানিশায়
(ভুলিতে যত চাই) ভুলিতে নাহি পাই
স্মৃতির দ্যুতি দেখি যেদিকে তাকাই
কেন বেঁধেছো মোরে সুরের ঝংকারে
ভাবের তারে তারে মনোবীণায়