প্রভাত সঙ্গীত

৩০২


দমকা হাওয়ায় ডাক দিয়ে যায় 

দূরের পথে যেতে যেতে অজানায়

(কেন বেঁধে রাখো) বলো থাকো থাকো

থেমে যেতে বলো ঘরেরই কোণায়


(মনেরই রাজা ওগো) মনে মাতিয়ে নাও

আমাকে সব কাজে এগিয়ে যেতে দাও

তোমারই প্রেরণায় তোমারই প্রেষণায়

জীবন সরিতা মোর যাবে মোহানায়


(ধ্যানের রাজা ওগো) ধ্যানে মিলিয়ে নাও

স্মরণে মননে মোরে এগিয়ে দাও

এগিয়ে চলিবোই ফিরে না তাকাবোই

তোমার সব কাজে সকল ধারায়