প্রভাত সঙ্গীত
৩০৩
রাজার কুমার পক্ষীরাজে
আকাশপথে কোথায় গেলো
সোনালী জরির নীল পাগড়ি
মাথায় বেঁধে উধাও হলো
সাত চাঁপা ভাই ছুটে এসে বলে
মোদের বোনটি কোথায় গেলো
পারুল বোনটি কোথায় গেলো
রাজার কুমার পাক্ষীরাজে
পারুল বোনকে পৌঁছে দিলো
ভায়েদের কাছে পৌঁছে দিলো
সাত চাঁপা ভাই সাতটি আসনে
সাতটি থালায় খেতে বসিলো
তারা রাজকুমারকে সঙ্গে নিলো
পারুল বোনটি তাদের কপালে
ভাইদ্বিতীয়ার ফোঁটা য়ে দিলো