প্রভাত সঙ্গীত

৩০৪


তোমাকেই আমি ভালবাসিয়াছি 

কেন বাসিয়াছি জানি না

তব পথ আমি বাছিয়া নিয়েছি 

কেন নিয়েছি তা ভাবি না


(মোর আঁখি) তোমারে দেখিতে দিবসে নিশীথে 

(আঁখি) পথ পানে থাকে চাহিয়া

(মোর মন) তোমাকে স্মরিতে পথে বিপথে

(মন) সততই থাকে জাগিয়া

এসো মোর চিত্তে নিঁদে জাগ্রতে 

(আমি) তুমি ছাড়া কিছু মানি না


যত উত্তাল তরঙ্গ হোক 

যত না গভীর বেদনাই হোক

সবারে অতিক্রম করে যাবো 

(আমি) তুমি ছাড়া কিছু চাহি না