প্রভাত সঙ্গীত

৩০৫


এসো তুমি আজি প্রাতে 

অরুণ আলোয় রঙ মেলাতে

ফুলের সাজি নিয়ে হাতে 

রঙ বেরঙের ফুল তুলিতে


এঁকো ছবি মনের মতন 

নব রেখায় নব লেখায়

ভাব জাগিয়ে নূতন নূতন 

নব প্রাণের উন্মাদনায়

নূতন নূতন পরিবেশে 

হাসির ছটায় মন মাতাতে


নূতন যুগের বার্তা নিয়ে 

নব সন্ধ্যার দীপাবলীতে

সবার দুঃখ সরিয়ে দিয়ে 

নূতন করে ভালবাসিতে

কাল ছায়া গুঁড়িয়ে দিয়ে 

সোনার রথের ঝলকানিতে