প্রভাত সঙ্গীত
৩০৬
সুন্দর মধুপ্রভাতে
তুমি আসিয়াছিলে বরণীয় হে
(তুমি) মাধুরী মাখানো হাসিতে
পথ সুরভিত করি' অতুলনীয় হে
তব পরশে কলিরা শত ধারে ফুটে' যায়
তব হরষে কানন নাচে উন্মদ বায়
বর্ষণস্নাত নিশীথে
তুমি চলিয়া গেছো স্মরণীয় হে
(তুমি) মমতামধুর আঁখিতে
মোর মর্ম মথিয়া অতি প্রিয় হে