প্রভাত সঙ্গীত

৩০৭


সবাকার অতি প্রিয় আদরণীয়

সকল বক্ষ মাঝে কৌস্তুভ মণি

তোমাতে সবাই তুমি ছাড়া নাই

না চিনিয়াও তোমাকেই শুধু চিনি


সকল কুসুম মাঝে তুমি সুরভি গো

সকল সৃষ্টি মাঝে পদ্মনাভি গো

তোমারই পরশে তোমারই রূপে রসে

সকল অজানা মাঝে তোমাকেই শুধু জানি


মণিকার দ্যুতি তুমি তারকার জ্যোতি তুমি

বসুধার সুধা তুমি তোমাকেই সদা নমি

আসা যাওয়া নাহি তব প্রতি পলে লীলা নব

বিরাট পুরুষ রূপে তোমাকেই শুধু মানি