প্রভাত সঙ্গীত

৩০৮


নীল অঞ্জন আঁখিতে আঁকিয়া

(আজি) বরষা এসেছে নব বেশে

তোমাকে স্বাগত জানাতে এসেছে 

(আজি) স্নিগ্ধ মেঘের সমাবেশে


কলাপ মেলেছে ময়ূর আজিকে

(আজি) কেকা কলরবে বনভূমে

কদম্বরেণূ সাথে ভেসে চলে

(আজি) প্রাণের পরাগ মনোভূমে

তোমাকে ঘেরিয়া উৎসব আজি

(আজি) তুমি ভরা এই পরিবেশে


বেতসকুঞ্জ নুয়ে নুয়ে পড়ে

(তোমায়) প্রণতি জানাতে শত ধারে

কমলের দল নৃত্যমধুর 

(আজি) ঢেউয়ের মুখর অভিসারে

এই সমারোহে তুমি আজ রাজা

(তুমি) নয়ন ভুলানো রাজ বেশে