প্রভাত সঙ্গীত
৩০৯
সুমুখে আসিয়া দাঁড়াও প্রভু তুমি
নয়ন ভরিয়া দেখিবো তোমায়
মনের কাননে সুরভি রণনে
রঙ বেরঙের ফুলের শোভায়
(মহাকাশের মত) মনকে দাও ভরে
নীহারিকা চন্দনে শুচি করে
এসো ধীরে ধীরে স্নিগ্ধ সমীরে
রুনুঝুনু ঝুন নূপুর পায়
(মধুল মধুমাখা) মনের মধুমাস
নাচে গানে তাতে আনে গো উল্লাস
তোমার হাসিটি মোহন বাঁশীটি
প্রাপ্তি সুখে যেন মোরে মাতায়