প্রভাত সঙ্গীত

৩১০


মুখেতে হাসি বলে ভালবাসি

মমতাতে ভরা দুটি আঁখি

(বাহিরে কঠোর) মোর চিত্তচোর

দেখিয়া চাহে মন আরও দেখি


(যত বলি তারে) ভুলিবো তোমারে

সে কহে বারে বারে ভুলো ভুলো

মোর পানে আঁখি নাহি তোলো

ভুলিতে নাহি পারি আঁখি মেলে ধরি

হেরে যাওয়া লাজে মেতে থাকি


(যত বলি তারে) কিছু দোব নাকো

সে কহে বারে বারে কিছু চাহি নাকো

না দিয়ে নাহি পারি হৃদয় উজাড়ি

তাহারই ধ্যানেতে দিয়ে থাকি