প্রভাত সঙ্গীত
৩১২
এসো গো এসো গো মোর মনেতে
সব ক্লেশে নাশ করে আলো ঝরাতে
তব নূপুর ধ্বনিতে ভুবন বহিয়া যায়
তব ডাকেতে শোণিতে ভরে উন্মাদনায়
বসো গো বসো গো মোর ধ্যানেতে
তব হাসিতে খুশিতে সবাই মিলিয়া গায়
মনের ময়ূর শতধারে নেচে যায়
চাহো গো চাহো গো মোর পানেতে