প্রভাত সঙ্গীত

৩১৪


তোমার পরশ ছড়ায়ে রেখেছো

ভূলোকে দ্যুলোকে গোলোকে

সত্তার প্রতি পলকে

তোমার হরষ ভরিয়া দিযেছো 

উদ্ভাসিত আলোকে


মাধুরী তোমার নাহি মানে মানা

জড় ও চেতন জানা না জানা

সবেতে পশিয়া সবেতে মিশিয়া

সবেতে জাগায়ে চেতনা

মাধুরী তোমার নাহি মানে মানা

তোমার প্রেষণা দ্যুলোকের দ্যুতি 

নামায়ে এনেছে ভূলোকে


হাসিতে তোমার চাঁদও য়ে হাসে 

সে হাসিতে জলে জোয়ার আসে

তোমার আলোতে ধরা উত্তাল

তালে স্পন্দিত আকাশ বাতাস

তোমার মমতা অলকার সুধা 

ঢালিয়া দিয়েছে ত্রিলোকে

ঝলকে ঝলকে ঝলকে