প্রভাত সঙ্গীত
৩১৬
তুমি এলে চারিদিক রঙে ভরে উঠলো
তরুণ তপন মিষ্টি হাসি হাসলো
হাসির আমেজে ধরা সব ক্লেশ ভুলে গেলো
খুশীর মেজাজে সবে সবাইকে টেনে নিলো
দুঃখ ভুলে একই তালে একই তানে একই গানে
বিশ্বজগত আজ মনে প্রাণে মাতলো
আলোকের স্রোতে ভাসে মনপবনের নাও
দাঁড়ি মাঝি হেসে হেসে তাহাকে তীরে লাগাও
সোণালী ঝিলিক টেনে সবাই ছন্দে গানে
তব তালে উত্তালে সবে আজি নাচলো