প্রভাত সঙ্গীত

৩১৭


রুনুঝুনু রুনুঝুনু নূপুর বাজে

দিন গুণে কাল গুণে ফাল্গুনে 

ফুলেরই মাঝে এলে ফুলেরই মাঝে


বরণ করিতে চাই প্রাণ ভরে তোমারে 

স্মরণে মননে প্রতিটি প্রহরে

আসিয়াছো যদি থাকো নিরবধি 

হিয়া উপচিয়া মোহন সাজে


নৃত্যের তালে তালে আনন্দে উত্তালে

কোন মায়া বলে তুমি সবাইকে মাতালে

সবার গর্ব তুমি সবার মর্ম তুমি

তোমার দোলা পেয়ে সকলে নাচে

আজ সকলে নাচে