প্রভাত সঙ্গীত
৩১৮
রঙীন স্বপন মনের মতন
রূপ নিলো আজি ধরণীতে
নেচে যায় ছুটে সব বাধা টুটে
শত ধারে শত স্মরণেতে
ভালবাসি শুধু তোমাকেই আমি
ভালবাসি প্রভু ভালবাসি
মনের গোপনে নিভৃত ভুবনে
সদা শুণি আমি তব বাঁশী
মদির আবেশে স্নিগ্ধ আকাশে
শুণি দূরাগত তব গীতে
চেয়ে আছি শুধু তোমা পানে আমি
চেয়ে আছি প্রভু চেয়ে আছি
অশনিক্ষুব্ধ ঝড়ে বিক্ষুব্ধ
নিকষ নিশীথে কৃপা যাচি
দিন আসে যায় রাত আসে যায়
সোণালী রেখায় তব সাথে