প্রভাত সঙ্গীত
৩২১
সবার মাঝে হারিয়ে গেছো
তুমি বুঝি তুমি বুঝি
তাই কি তোমায় পাই না আমি
সকাল সাঁঝে খুঁজি খুঁজি
যদি আমায় কৃপা করো
আমার আঁখি তুলে ধরো
তোমায় ডাকার মন্ত্র বলো
থাকরো নাকো মুখটি বুজি
তোমায় আমি পাবোই খুঁজি
যদি তোমায় ভালবাসি
তোমার টানেই ছুটে আসি
সকল বাধার প্রাচীর ভাঙ্গি
তোমায় আমি নোবোই যুঝি
তোমায় আমি পাবোই খুঁজি