প্রভাত সঙ্গীত

৩২২


তুমি এসেছিলে বরষার রাতে

কেতকীগন্ধে মাতাতে

মসীমাখা সেই কৃষ্ণতিথিতে 

আলোকের সুধা ঢালিতে


(তখন) নীপমঞ্জরি অশনিনিপাতে 

ঘনঘন শিহরিতেছিলো

বেণুকাকুঞ্জ ঝঞ্ঝার রাতে 

আঘাতের ধ্বনি দিতেছিলো

জলভরা মেঘ ভেসে চলেছিলো

বিষাদে কাঁদিতে কাঁদিতে


স্মিতা দুহিতারা ঘরের কোণেতে

কবরীর বেণী বাঁধিতে বাঁধিতে