প্রভাত সঙ্গীত

৩২৫


সকল মনেতে স্থান করিয়াছো

সকল ঘরেতে তোমার ঠাঁই

সকল প্রাণের উষ্ণতা তুমি

তুমি ছাড়া আর কিছুই নাই


ক্ষুদ্র দীপের শিখা য়ে আমরা

দীপের আগুন তোমাতে পাই

দীপের দীপ্তি তোমারই দৃপ্তি 

দীপের কালিমা ললাটে নেই

তুমি আছো তাই সবাই আছে গো

সবার মাঝারে তোমাকে পাই


স্নেহ মমতা দয়া ভালবাসা 

বিদ্যা বুদ্ধি যা কিছু পাই

তোমার কৃপায় সব কিছু আসে

তোমার ছায়ায় বাড়ায়ে যাই

এসো ধীরে ধীরে মর্মে গভীরে

তোমারে নিকটে রাখিতে চাই