প্রভাত সঙ্গীত

৩২৬


(তুমি) নিত্যশুদ্ধ পরমারাধ্য 

(তুমি) আলোর সাগরে এনেছো বান

(তুমি) রঙে রূপে ভরে দিয়েছো ধরারে

উজ্জীবিত করেছো প্রাণ


পরশে তোমার নিখিল জেগেছে

জাগানো বিশ্ব প্রাণভরা

হরষে তোমার বিশ্ব মেতেছে

মাতানো নিখিল আলোঝরা

একই তুমি শত রূপে আসিয়াছো

শত ধারে করি জীবন দান


নীলাকাশে জ্বালিয়া রেখেছো 

অজস্র রঙে ভরা তারা

হতাশ জীবনে সুমুখে এসেছো 

সেজে সকলের ধ্রুবতারা

একই তুমি শত ভাবে আসিয়াছো

সবারে করাতে মুক্তিস্নান