প্রভাত সঙ্গীত
৩২৭
সৌম্য শান্ত চেতনানন্দ
চরণারবিন্দ দাও গো আমায়
হতাশের তুমি আশা ব্যথিতের ভালবাসা
অসহায় জীবনের শেষ আশ্রয়
আদি হতে অন্তিমে আছো তুমি সব ভূমে
সরস করিয়া স্নেহ ফল্গু ধারা
বামে হতে দক্ষিণে ঊর্ধ্বে ও অধঃ পানে
সকল দিশাই তব করুণাভরা
সকলের অতি প্রিয় সকলের আদরণীয়
বিদ্যা ও বুদ্ধিতে ধরা নাহি যায়
সীমার আধার মম সীমা মাঝে উদ্গম
সীমার বাহিরে কিছু ভাবিতে না পাই
সীমার বাহিরে তুমি সীমাতীতে উতক্রমী
তোমাকে ভাবিতে গেলে তোমাতে হারাই
মনমঞ্জুষা মম কেতকী কেশরসম
সব কিছু সাথে নিয়ে তোমা পানে ধায়