প্রভাত সঙ্গীত

৩২৮


তোমার মাধুর হাসি নিয়ে এসেছে

সৃষ্টির সব কিছু তোমারই কাছে


হৃদয়ের স্পন্দন যুগ পরিবর্তন 

সব কিছুতে মধু ভরে দিয়েছে

এসো তুমি নাচে তালে ছন্দে ও উত্তালে

সকল স্মৃতিতে সুধা ঢেলে দিয়েছে


এসো তুমি ভাবাবেশে মোহনের সমাবেশে

মমতা মাখানো আঁখি প্রাণ ভরেছে