প্রভাত সঙ্গীত
৩২৯
আজিকে ডাকলে মোরে দূরের সুরে
কেন বলো না
ঘরেতে মন টেকে না বাধা মানে না
কেন বুঝি না
ফুলেরা পাপড়ি বুজে মনেতে মজে
ছিলো বাগিচায়
তোমারি সুরেরই দোলায় তারা যে হায়
অকূলে ভেসে যায়
ভোমরা তোমারই গানে গুনগুনিয়ে
মোরে শুণিয়ে দেয় যে মন্ত্রণা
সূর্যমুখী তোমারই গানে ঊর্ধ্ব পানে
চেয়ে যে আছে
শেফালী নুয়ে নুয়ে ধূলাতে শুয়ে
পথ যে সাজাছে
পাখীরা মাতোয়ারা তোমারই সুরে
বিশ্ব জুড়ে দেয় যে চেতনা