প্রভাত সঙ্গীত
৩৩০
আমার হিয়ায় ভুল করে হায়
এসে গেছো প্রভু তুমি আজিকে
রূপের মায়ায় ভরে বসুধায়
নাচে গানে মাতাতে সবাকে
তোমার বেদীর পরে প্রদীপ জ্বালি
প্রাণের সকল সুধা তোমাতে ঢালি
তোমারই আলো তোমারই আলো
আলোকিত করেছে আমার সকল সত্তাকে
মানস যমুনা মোর উজানে বহে
ভাবের সকল ধারা একই প্রবাহে
তোমারই ঢেউয়ে তোমারই ঢেউয়ে
উদ্বেল করেছে আমার সকল চেতনাকে