প্রভাত সঙ্গীত

৩৩৩


আমার হিয়ায় ব্যাকুলতা 

তোমারে চাহি তোমারই লাগি

দূর করে দাও মোর মলিনতা 

কৃপা মাগি কৃপা মাগি


জানি তুমি আছো সাথে সাথে 

দেখা নাহি পাই পারি না ধরিতে

আছো তুমি সদা দিবস নিশীথে 

সুরের স্রোতে সঙ্গীতে

আমার মনের অণুতে অণুতে 

আছো ওতঃপ্রোতে ওগো অনুরাগী


চাঁদের হাসিতে সাঁঝের কালিমাতে 

ফুটিল বিহানে মধুর আলোতে

তড়িৎ রেখার ঝলকানিতে 

অন্ধ তমসার নিকষ কালোতে

বাহিরে ভিতরে আছো মোরে ঘিরে 

তাই তো তোমা তরে আছি জাগি