প্রভাত সঙ্গীত

৩৩৪


লভই যদি পুনঃ মানব জনম 

করিবো গো আমি তোমারই কাজ

তোমারই সেবায় নিজেরে বিলাবো 

ওগো হৃদয়ের রাজাধিরাজ


সৃষ্টির সেই আদি বিন্দুতে 

ছিলাম তো আমি তোমারই মাঝেতে

সৃষ্টিতে মোর শেষ পরিণতি 

হযে যেন প্রভু তোমারই কোলেতে

তোমারই চরণধূলির চিহ্ন 

নিয়ে যাক মোরে লক্ষ্যে আজ


কত না পতনে কত উত্থানে 

চলেছি নিয়ত তোমারই পানে

তোমারে ভুলিনি ভুলিতে পারি নি 

তর্কাতীত হে নিখিলরাজ