প্রভাত সঙ্গীত

৩৩৫


তুমি কোন দেশেতে যাও রে বন্ধু 

কোন দেশেতে যাও

মনপবনের নাওয়ে বসে 

উজান পানে ধাও


ছিঁড়ে দিয়ে তীরের বাঁধন 

ছুটে চলো ঝড়ের মতন

(তুমি) কার সুরেতে মাতলে এমন 

আমায় বলে দাও


নিবিয়ে দিয়ে মোমের বাতি 

এসেছিলো ঝড়ের রাতি

(তুমি) তার সুরে কি উঠলে মাতি 

বেয়ে গেলে নাও