প্রভাত সঙ্গীত
৩৩৬
তোমারই হাসিতে তোমারই বাঁশীতে
ভুবন ভরিয়া রেখেছো
তোমারই আলোতে দীপশলাকাতে
প্রদীপ জ্বালাতে বলেছো
নিকটে বা দূরে যা কিছু দেখে থাকি
তুমি ছাড়া আর কিছু নাহি দেখি
নিকটে বা দূরে যা কিছু ভেবে থাকি
সব ভাবনায় তোমারই মাখামাখি
তোমারই চন্দনে নন্দনবনে
মাধুরী ছড়ায়ে দিয়েছো
রূপের দেউলে অরূপ সাধনাতে
শোণাও তব ধ্বনি দিবস নিশীথে
আঁধার নাশিয়া মর্মে পশিয়া
বাঁধন সরায়ে নিয়েছো