প্রভাত সঙ্গীত
৩৩৭
আলোকের পথ ছাড়িবো না (আমি)
বাহির ভিতর এক করে নোব
পাপাচারে মাথা নোয়াবো না (আমি)
সোজা পথে যাবো সোজা কথা করো
সোজা ভাবনায় রত হয়ে রবো
কোন অবকাশে কাহারো সকাশে
নিজেরে প্রচার করিবো না (আমি)
এসেছি করিতে তোমারই কর্ম
তব বাণী মোর প্রাণের ধর্ম
শয়নে স্বপনে নিদে জাগরণে
তোমা বই কিছু স্মরিব না (আমি)