প্রভাত সঙ্গীত

৩৩৮


রঙবেরঙে সবারে সাজায়েছো

তোমার মনমত সাজ য়ে দিয়েছো


ভোরের আলোতে দিয়েছো রাঙা রঙ

দূর মহাকাশে নীলিমা অনুক্ষণ

তরুলতাকে দিয়েছো শ্যামলিমা

সবুজ শোভায় মন ভরিয়াছো


মানব মানসে দিয়েছো মধুরিমা

স্নেহ ভালবাসা ত্যাগের মহিমা

রঙের তুলিটিকে টেনে দিতে গিয়ে

দেবতারই কাছে মানবে নিয়ে গেছো