প্রভাত সঙ্গীত

৩৩৯


উদাসী হিয়াতে কাজলা রাতে

কেন যে এমন করে

স্তব্ধ প্রহরে বারে বারে

প্রাণ চাহে অজানারে


কোথায় আছো তুমি লুকাযে আছো তুমি

খুঁজিয়া বেড়াই সপ্তভূমি

বেদনাতে ভরা অশ্রুঝরা 

মন পেতে চায় তোমারে


আলোর পারাবার আঁধার পাঁকার

তন্নতন্ন করি খুঁজি যে চারিধার

রয়েছো তুমি বুঝি গো আমি

ধরিতে নাহি পারি মননে আমার


প্রাণের প্রিয়তম অন্তরতম 

লুকোচুরি খেলা কেন সাথে মম

সুমুখে আসিয়া দাঁড়াও হাসিয়া

ব্যথার সাগরপারে