প্রভাত সঙ্গীত
৩৪০
বৃথা জন্ম গমায়লুঁ
হেন প্রভু না ভজলুঁ
খোয়াঅলুঁ সোহ গুণনিধি
হমার করম মন্দ
না মিলল এক বুন্দ
প্রেমসিন্ধুরসক অবধি
জনম আমার বৃথাই গেলো
প্রভুর সেবায় নাহি এলো
হাতের কাছে পেয়েও তারে
প্রাণের মাঝে নিলাম নাকো
হিয়ায় তাকে নিলাম নাকো
করম দোষে এ সব হলো
হাতের নিধি চলে গেলো
তাহার কাজে এলাম না গো
করম শুচি করিবো গো
আজ থেকে কাজে লাগিবো গো