প্রভাত সঙ্গীত

৩৪১


দয়াল প্রভু বলো গো তোমায় 

দয়াল নামে কেন ডাকা হয়

ফুলে কেন কাঁটা থাকে গো 

ঝর্ণা কেন উপলেতে বয়


কমল কুমুদ গন্ধে ভরা 

মলিন জলে কেন বা ফোটে

জীবে ভরা খুশীর ধরা 

বিজন পথে কেন বা ছোটে

তারার মালা প্রদীপ জ্বালা 

অমানিশায় কেন চেয়ে রয়


ফুলের মত শিশু কেন 

ঘনঘন কেঁদে থাকে

চাঁদের আলো কেন হাসে 

কালো মেঘের ফাঁকে ফাঁকে

মন্দমধুর গন্ধবহ 

অট্টহাসে শিলা ঝঞ্ঝায়