প্রভাত সঙ্গীত
৩৪২
সুমুখের পানে চলে যাবো আমি
তোমারই নামটি সাথে নিয়ে
চরণ টলিবে না গো আমার
হিয়া কাঁপিবে না কারো ভয়ে
ভূধরে সাগরে এই চরাচরে
কেহ না পারিবে বাধা দিতে মোরে
যে কাজ করিতে এসেছি করিব
সুদৃঢ় আত্মপ্রত্যয়ে
যে দিন চলিয়া গিয়াছে আমার
তাহা নিয়ে করিবো না হাহাকার
যে দিন আসিছে তাহার লাগিয়া
ভুগিব না কোন সংশয়ে